Abid Hasan (DXE060) – Requested For Sick Leave

২৬শে মার্চ ২০২৫ইং

বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন প্রসঙ্গে ।

জনাব,

আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। গত ২৪/০৩/২৫ তারিখ রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরি। যার কারণে গত ২৫/০৩/২৫ইং তারিখে অফিসে আসতে পারি নাই।

অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে ২৫ তারিখে অসুস্থতার জন্য ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।

নিবেদক,
আবিদ হাসান
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।