১৭ ই এপ্রিল ২০২৫ ইং
Dear,
CEO & Founder
বিষয় : আম্মুর অসুস্থতার জন্য ছুটির আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার আম্মু বাত ব্যথায় আক্রান্ত। অনে অসুস্থতার জন্য আজ ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। বাসায় কেউ নাই আব্বু ব্যবসার কাজে খুলনা গিয়েছে। এমতা অবস্থায় আজ ছুটির প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে ১৭ তারিখে ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
নিবেদক,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: আবিদ হাসান