৪ ই জুন ২০২৫
Dear,
CEO & Founder
বিষয় : অসুস্থতার জন্য ছুটির আবেদন প্রসঙ্গে।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারী। গতকাল রাত থেকে আমি প্রচন্ড অসুস্থ। এমতাবস্থায় অফিস করা সম্ভব না।
অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে ৪ তারিখে ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
নিবেদক,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: আবিদ হাসান