বরাবর,
মাননীয় সিইও,
DesignXpress
বিষয়: স্বল্প সময়ের ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আজ ১০ই এপ্রিল ২০২৫, পারিবারিক প্রয়োজনে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত অফিস থেকে অনুপস্থিত থাকবো। আমার ছোট ছেলে সর্দিতে আক্রান্ত, তাই তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
তাহলে, অনুগ্রহপূর্বক আজকের দিনের জন্য বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২ ঘণ্টার ছুটি মঞ্জুর করার জন্য আবেদন জানাচ্ছি। আমি আমার দায়িত্ব যথারীতি পালন করে চলেছি এবং প্রয়োজনে বাকি কাজ পরে সম্পন্ন করবো।
আপনার সদয় অনুমোদনের প্রত্যাশায়।
বিনীত,
সুফিয়ান রাকিব
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress