বরাবর,
মাননীয় সিইও,
DesignXpress
বিষয়: ছুটির আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমার ছোট ছেলে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। আজ তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। এ কারণে আমি আজ ১২ এপ্রিল ২০২৫ তারিখে অফিসে উপস্থিত হতে পারবো না। অতএব, মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আজকের দিনের জন্য আমাকে একদিনের ছুটি প্রদান করে বাধিত করবেন। ইতি, বিনীত সুফিয়ান রাকিব সিনিয়র গ্রাফিক ডিজাইনার DesignXpress