বরাবর,
মাননীয় সিইও,
DesignXpress
বিষয়: ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার ছেলে বর্তমানে অসুস্থ। তাঁকে চিকিৎসা ও দেখাশোনার জন্য আমার ব্যক্তিগত উপস্থিতি প্রয়োজন। এ পরিস্থিতিতে আজ অফিসে উপস্থিত হওয়া সম্ভব নয়।
অতএব, আজকের দিনের জন্য আমাকে একদিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সদয় অনুমোদন কামনা করছি।
বিশেষ কৃতজ্ঞতা সহ,
সুফিয়ান রাকিব
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress