Abu Sufiyan Rakib (DXE010) – Requested For Personal Leave

বিষয়: অর্ধদিবস ছুটির আবেদন
মাননীয় সিইও,
সাদর অভিবাদন।
আমি আজ অফিসে আসার পর প্রায় সকাল ১১টায় কয়েকজন সহকর্মীর সাথে সাঁতার কাটার জন্য অফিসের বাইরে গিয়েছিলাম। ফলে আজ অফিসের কাজের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।
এই কারণে আমি আজকের দিনের জন্য একটি দিনের ছুটি অনুমোদনের আবেদন জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের বিষয় যাতে আর না ঘটে, সে বিষয়ে আমি সতর্ক থাকবো।
আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদান্তে,
সুফিয়ান রাকিব
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress