বরাবর,
মাননীয় সিইও,
DesignXpress
বিষয়ঃ ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এজন্য আজ ৩ জুন ২০২৫ তারিখে অফিসে উপস্থিত থাকতে পারছি না।
অতএব, উক্ত তারিখে এক দিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি।
আপনার সদয় বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ।
বিনীত,
সুফিয়ান রাকিব
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress