Abu Sufiyan Rakib (DXE010) – Requested For Personal Leave

বরাবর, মাননীয় সিইও, DesignXpress, বিষয়: ছুটির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি সুফিয়ান রাকিব, DesignXpress-এর একজন কর্মী। আমি আগামী ২৮ জুন ২০২৫, শনিবার আমার পরিবারসহ রাজশাহী সফরে যাচ্ছি। এটি একটি পারিবারিক ভ্রমণ হওয়ায়, উক্ত দিনে অফিসে উপস্থিত থাকতে পারবো না। অতএব, বিনীত অনুরোধ করছি উক্ত তারিখে আমাকে এক দিনের ছুটি মঞ্জুর করার কৃপা করবেন। বিনীত, সুফিয়ান রাকিব সিনিয়র গ্রাফিক ডিজাইনার