আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO and Founder
বিষয়ঃ অর্ধদিবসের পর ছুটির আবেদন
জনাব,
আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী । কিছু দিন যাবত আমার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। তার দ্রুত চিকিৎসা ও সেবা-শুশ্রূষার জন্য তাকে নিয়ে জরুরীভাবে চিকিৎসা লয়ে যেতে হবে । এই কারণে, আমি আজকে অর্ধদিবসের পর অফিস উপস্থিত হতে পারিবনা।
অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যে আমাকে আজকে অর্ধদিবসের পর অফিস ছুটির অনুমতি প্রদানে বাধিত হবে।
ধন্যবাদান্তে,
মোঃ আবু সুফিয়ান রাকিব