Abu Sufiyan Rakib (DXE010) – Requested For Sick Leave

আসসালামু আলাইকুম,

সম্মানিত,
CEO and Founder

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন

জনাব,

আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী । গতকাল অসচেতনতার ফলে ভুল বসত আমার হাতে ৩-৪ টা মৌমাছি কামড় দেয় যার কারণ আমি এখন প্রচন্ড ব্যথা ও হাত ফোলা অনুভব করছি এবং চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে আমি আজ অফিসে উপস্থিত থাকতে পারব না। তাই আজ ০৩ আগস্ট শুনিবার আমায় ছুটি দেয়ার জন্য অনুরোধ করছি।

অতএব জনাবের নিকট আকুল আবেদন, আমার এই অনুপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করছি আপনি আমার ছুটির আবেদনটি অনুমোদন করবেন।

ধন্যবাদান্তে,
মোঃ আবু সুফিয়ান রাকিব