Dear CEO,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার জরুরী কিছু কাগজ পত্র তোলার জন্য পৌরসভা যেতে হবে ১৯/১২/২০২৪ (৯টা থেকে ১.৩০টা) অর্ধ দিবস অফিসে উপস্থিত হতে পারব না।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উপরোক্ত তারিখ ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
মোছাঃ আফিফাহ আয়াত