Dear CEO,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমাদের নতুন বাসা তৈরি কাজ শুরু করেছে। আমার বাসায় আমি বড় সন্তান । তাই এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজগুলো বাবার পক্ষে একা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয়ে ওঠেনা । বড় সন্তান হিসেবে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।০৫/০২/২০২৫ (৯:০০ থেকে ৬:০০) পূর্ণ দিবস অফিসে উপস্থিত হতে পারব না।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উপরোক্ত তারিখ ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
মোছাঃ আফিফাহ আয়াত