Dear CEO, আসসালামু আলাইকুম, বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার বান্ধবী গুরুতর অসুস্থ হওয়ায় শিবগঞ্জ ক্লিনিকে চিকিৎসারত রয়েছে। তার অসুস্থতার সময়ে তাকে দেখতে যাওয়ার জন্য আমার ছুটির প্রয়োজন। আজ ১০ই জুলাই ২০২৫ দুপুর ১.00 থেকে ৬.০০ হাফ বেলা আমার ছুটির প্রয়োজন , সবিনয় নিবেদন উক্ত সময় আমাকে ছুটি দিয়ে বাধিত করিবেন নিবেদিকা, আফিফাহ আয়াত