Dear CEO,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আজ সকাল থেকে আমি প্রচন্ড জ্বর, ঠান্ডা, গলা ব্যাথায় অসুস্থ এমতাবস্থায় আজ অফিস করেছি। এখনো আমি সুস্থ হয়ে উঠতে পারিনি তাই অসুস্থতা কারণে কাল আমি অফিস উপস্থিত হতে পারব না।০২/০৩/২০২৫ (৯:০০থেকে ৬:০০) পূর্ণ দিবস অফিসে উপস্থিত হতে পারব না।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উপরোক্ত তারিখ ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
মোছাঃ আফিফাহ আয়াত