Afifah Ayaat (DXE037) – Requested For Sick Leave

Dear CEO, আসসালামু আলাইকুম, বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার শারীরিক অসুস্থতার কারণে পরবর্তী সময়টুকু অফিসের কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না । এমতাবস্থায় আমার ছুটির প্রয়োজন। আজ ২১ ই জুলাই ২০২৫ দুপুর ১.৩০ থেকে ৬.০০ হাফ বেলা আমার ছুটির প্রয়োজন , সবিনয় নিবেদন উক্ত সময় আমাকে ছুটি দিয়ে বাধিত করিবেন🙏 নিবেদিকা, আফিফাহ আয়াত