Dear CEO, আসসালামু আলাইকুম, বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার শারীরিক অসুস্থতার কারণে পরবর্তী সময়টুকু অফিসের কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না । এমতাবস্থায় আমার ছুটির প্রয়োজন। আজ ২১ ই জুলাই ২০২৫ দুপুর ১.৩০ থেকে ৬.০০ হাফ বেলা আমার ছুটির প্রয়োজন , সবিনয় নিবেদন উক্ত সময় আমাকে ছুটি দিয়ে বাধিত করিবেন🙏 নিবেদিকা, আফিফাহ আয়াত