Dear CEO,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার ডিগ্রি ২য় বর্ষের বার্ষিক পরিক্ষার জন্য জুলাই ৩,১০,১৫,২৭ , আগস্টের ১৪,১৮,২৫ অফিসে উপস্থিত হতে পারব না।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উপরোক্ত তারিখ ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
মোছাঃ আফিফাহ আয়াত