তারিখ:১৪-০৭-২০২৪
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
[ডিজাইন এক্সপ্রেস ]
[উপশহর বগুড়া সদর , বগুড়া ]
বিষয়: অন্তর্জাতিক ভ্রমণ এ যাওয়ার জন্য ছুটির আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আছি। আগামী (১৫-০৭-২০২৪) ইং তারিখে পার্শবর্তী দেশ ভারতে ভ্রমণ করতে যাবো। এজন্য আমার ৬ দিনের ছুটির প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমার ছুটি মঞ্জুর করার আবেদন পেশ করছি।
ভ্রমণের দিনগুলোর জন্য বেতন না কাটার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিনীত নিবেদক
(মো: আল সাকিব প্রামানিক )
( সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
(ডিজাইন এক্সপ্রেস)
(উপশহর বগুড়া সদর , বগুড়া)