তারিখ: ২০-০২-২০২৫
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
ডিজাইন এক্সপ্রেস
উপশহর, বগুড়া সদর, বগুড়া
বিষয়: পারিবারিক ভ্রমণের জন্য ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আছি। আমি আগামী ২২-০২-২০২৫ থেকে ২৫-০২-২০২৫ তারিখ পর্যন্ত পারিবারিক ভ্রমণে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছি। উক্ত সময়ে সফরের প্রয়োজনীয়তার কারণে অফিসের কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন, উপরোক্ত তারিখসমূহে আমাকে ৪ (চার) দিনের ছুটি মঞ্জুর করার অনুগ্রহ করবেন।
বিনীত নিবেদক
(মো: আল সাকিব প্রামানিক )
(সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
(ডিজাইন এক্সপ্রেস)
(উপশহর, বগুড়া সদর, বগুড়া)