Al Sakib Pramanik (DXE006) – Requested For Personal Leave

তারিখ:১০-০৯-২০২৮
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
[ডিজাইন এক্সপ্রেস ]
[উপশহর বগুড়া সদর , বগুড়া ]

বিষয়: ঘুরতে যাওয়ার জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আছি। হাঁটা, ভ্রমণ বা নতুন জায়গা অন্বেষণ আমাদের শারীরিকভাবে সক্রিয় রাখে, যা স্বাস্থ্যের জন্য ভালো। প্রকৃতি বা নতুন পরিবেশ আমাদের মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা করে তোলে। আজকে নওগাঁ হাসাইগাড়ী বিল ঘুরতে যাবো। এজন্য আজকে ১০.০৯.২৪ তারিখ ছুটির প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে একদিনের দিনের ছুটি মঞ্জুর করার আবেদন পেশ করছি।

বিনীত নিবেদক
(মো: আল সাকিব প্রামানিক )
( সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
(ডিজাইন এক্সপ্রেস)
(উপশহর বগুড়া সদর , বগুড়া)