Al Sakib Pramanik (DXE006) – Requested For Sick Leave

তারিখ: ২৮-১১-২০২৪
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
[ডিজাইন এক্সপ্রেস]
[উপশহর বগুড়া সদর, বগুড়া]

বিষয়: অসুস্থতার কারণে ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আছি। বর্তমানে আমি বুকে ব্যথা অনুভব করছি এবং নিশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। এ কারণে আমি শারীরিকভাবে দুর্বল বোধ করছি এবং চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সুতরাং, উল্লিখিত কারণবশত আগামী (২৮-১১-২০২৪) তারিখ ২ ঘন্টা ৩০ মিনিটের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

বিনীত নিবেদক
(মো: আল সাকিব প্রামানিক)
(সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
(ডিজাইন এক্সপ্রেস)
(উপশহর বগুড়া সদর, বগুড়া)