আসসালামুয়ালাইকুম ভাই,
আমি আজ অফিসে আসছিলাম, এরপর আম্মুর অসুস্থতার কথা শুনে ৩০ মিনিট এর ছুটি নিয়ে বাসায় আসি আম্মু কে দেখতে । এসে আম্মুর অবস্থা একটু বেশি খারাপ থাকায় আমি এই মুহুতে অফিসে যাইতে পারতেছিনা । আমার ছুটি HALF DAY ছুটি প্রয়োজন ।
উপরিউক্ত কারণ বিবেচনা করে, আমাকে HALF DAY ছুটি দিবেন ।
ধন্যবাদ,
তৌফিক
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DXE034