All Toufiq Hassan (DXE034) – Requested For Personal Leave

প্রাপক:
মাননীয় ব্যবস্থাপক,
ডিজাইন এক্সপ্রেস, বগুড়া

বিষয়: ব্যক্তিগত প্রয়োজনে ঐচ্ছিক ছুটির আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি তৌফিক হাসান—আপনার প্রতিষ্ঠানে একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার পদে কর্মরত। ব্যক্তিগত জরুরি প্রয়োজনে আমাকে ২৮-৭-২৫ তারিখে হাফ দিনের ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে হচ্ছে।

অতএব, আপনার সদয় অনুমতির জন্য বিনীতভাবে অনুরোধ করছি যেন উক্ত তারিখে আমাকে ছুটি প্রদান করা হয়।

আপনার সহানুভূতি ও অনুমতির প্রত্যাশায়।

বিনীত,
তৌফিক হাসান
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস