বরাবর,
প্রতিষ্ঠান প্রধান
DesignXpress
বিষয়: অর্ধদিবস ঐচ্ছিক ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি তৌফিক হাসান, DesignXpress-এ একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত আছি। ০৩-০৮-২০২৫ তারিখে একটি অনিবার্য ব্যক্তিগত কারণে আমাকে অফিসের প্রথম অর্ধদিবস (হাফ ডে) ঐচ্ছিক ছুটিতে থাকতে হবে।
অতএব, আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি যেন উক্ত তারিখে আমাকে প্রথম অর্ধদিবস ছুটি প্রদান করা হয়। আমি পরবর্তী দিবস থেকেই যথারীতি অফিসের সকল দায়িত্ব পালন করব।
আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ।
বিনীত,
তৌফিক হাসান
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress