বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: ঐচ্ছিক জন্য ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মো. আয়নাল হক, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ডিজাইন এক্সপ্রেস-এ কর্মরত। আজকে (১০.০২.২০২৫) সোমবার হাফ বেলা আগামীকাল মঙ্গলবার (১১.০২.২০২৫) তারিখে আমার একদিন ঐচ্ছিক ছুটির প্রয়োজন। এই কারণে উল্লিখিত দেড় দিন অফিসে অনুপস্থিত থাকার জন্য আপনার অনুমোদন প্রার্থনা করছি।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আজকে (১০.০২.২০২৫) সোমবার হাফ বেলা আগামীকাল মঙ্গলবার (১১.০২.২০২৫) তারিখে আমার একদিন ঐচ্ছিক সর্বমোট দেড় দিনের ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক,
মো. আয়নাল হক
সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস