Aynal Haque (DXE005) – Requested For Personal Leave

তারিখ: ০3/27/২০২৪
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: পার্সোনাল কারণে ছুটির জন্য আবেদন ।

জনাব,
আপনার বিনীত নিবেদন এই যে, আমি মো. আয়নাল হক, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইন এক্সপ্রেস এর একজন কর্মচারী । আগামীকাল আমি গ্রামের বাসায় যাবো তাই আগামীকাল ০3.28.২০২৪ তারিখে অর্ধবেলা আমার ছুটির প্রয়োজন ।

অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই,যে উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

নিবেদক,
মো. আয়নাল হক ( সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
ডিজাইন এক্সপ্রেস ।