Aynal Haque (DXE005) – Requested For Personal Leave

বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়:ফুপির বাসাই দাওয়াতের জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মো. আয়নাল হক, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ডিজাইন এক্সপ্রেস-এ কর্মরত। আগামীকাল বৃহস্পর্তিবার (২৬.১২.২০২৪) আমার আত্মীয়ের বাসায় দাওয়াত উপলক্ষে উপস্থিত থাকার প্রয়োজন। এই কারণে উল্লিখিত একদিন অফিসে অনুপস্থিত থাকার জন্য আপনার অনুমোদন প্রার্থনা করছি।

অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ২৬.১২.২০২৪ তারিখে এক দিনের ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

নিবেদক,
মো. আয়নাল হক
সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস