Aynal Haque (DXE005) – Requested For Sick Leave

তারিখ: 04/09/২০২৩
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: অসুস্থতার জন্য ছুটির আবেদন। ।

জনাব,
আপনার বিনীত নিবেদন এই যে, আমি মো. আয়নাল হক, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইন এক্সপ্রেস এর একজন কর্মচারী । আজকে 04.09.২০২৩ হটাৎ করে অসুস্থ হবার জন্য অফিস এ উপস্থিত হতে পারি নাই । এমতাবস্থায়তার আপনার নিকট ছুটি আবেদন জানায়,উক্ত সময়ে আমার ছুটি প্রয়োজন।

অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই,যে উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

নিবেদক,
মো. আয়নাল হক ( সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
ডিজাইন এক্সপ্রেস ।