বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: ঐচ্ছিক ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মো. আয়নাল হক, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ডিজাইন এক্সপ্রেস-এ কর্মরত। গতকাল থেকে আমার শরীর ভাল নেই এবং আজকে অবস্থার আরও অবনতি হয়েছে—সর্দি, মাথাব্যথা ও দুর্বলতা অনুভব করছি। এই পরিস্থিতিতে বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন।
তাই আজ ১৪-০৫-২০২৫, বুধবার, তারিখে একদিনের ঐচ্ছিক ছুটির প্রয়োজন। উক্ত দিন অফিসে অনুপস্থিত থাকার জন্য আপনার অনুমোদন প্রার্থনা করছি।
অতএব, উপরোক্ত বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে আজকের (১৪-০৫-২০২৫) তারিখে আমাকে একদিনের ঐচ্ছিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
নিবেদক,
মো. আয়নাল হক
সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস