Ebadur Rahman Onim (DXE046) – Requested For Casual Leave

২৮শে মার্চ (শুক্রবার)
প্রতি,
ব্যবস্থাপক,
ডিজাইন এক্সপ্রেস

বিষয়: পরীক্ষার কারণে অর্ধদিবস ছুটির আবেদন

জনাব,

আশাকরি আপনি ভালো আছেন। আমি বিনীতভাবে জানাচ্ছি যে, আসন্ন পরীক্ষার কারণে [২৮ মার্চ ] তারিখে অর্ধদিবস ছুটির প্রয়োজন। পরীক্ষার প্রস্তুতির জন্য আমাকে কিছুটা অতিরিক্ত সময় প্রয়োজন, তাই আমি অফিসের কাজের ব্যাঘাত না ঘটিয়ে ছুটির পূর্বে আমার দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করব।

আপনার সদয় অনুমোদনের জন্য অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদান্তে,
অনিম
জুনিয়র ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস