১১ আগষ্ট ,২০২৫
বরাবর,
জনাব রেজাউল করিম তালুকদার
সিইও ও ফাউন্ডার
ডিজাইন এক্সপ্রেস
বিষয়: ১ দিনের ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ইবাদুর রহমান, ডিজাইন এক্সপ্রেস-এ একজন জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত। আমার চোখে বালি ঢোকার কারণে চোখে প্রচণ্ড জ্বালা ও অস্বস্তি অনুভব করছি। চিকিৎসার জন্য আমাকে গ্রামেন জিসি চক্ষু হাসপাতাল, বনানী বেতগাড়ি-তে যেতে হবে।
অতএব, অনুগ্রহ করে ১২ অগাস্ট মঙ্গলবারে এক দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সদয় অনুমোদন প্রার্থনা করছি।
আপনার সহানুভূতিশীল বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ।
সৌহার্দ্যসহ,
ইবাদুর রহমান
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস