Ebadur Rahman Onim (DXE046) – Requested For Study Leave

১৭ই, আগস্ট,২০২৪
বিষয় : ছুটির জন্য আবেদন।
জনাব,,

আসসালামু আলাইকুম,,

স্যার! আগামীকাল রবিবার (১৮ ই আগস্ট) আমার কলেজে ক্লাস শুরু ও নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল আমাকে কলেজে উপস্থিত থাকতে হবে। তাই আপনার কাছে বিনীত নিবেদন যে আপনি আমাকে আগামীকাল উক্ত বিষয়টির কারণে ১ দিনের জন্য ছুটি প্রদান করবেন। তা, আমি আপনার নিকট আশা করছি স্যার।

বিনীত নিবেদক,,

অনিম।