- ১৯ই ডিসেম্বর ২০২৪
বিষয় : হাফ দিনের ছুটির জন্য আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন। আগামী শনিবার (২১ই ডিসেম্বর ) আমার কলেজে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে। ওই ক্লাস গুলো এই বছরের শেষ ক্লাস যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শনিবারে আমার কলেজে ১ম সাময়িক পরীক্ষার ফী জমা দেওয়ার শেষ দিন। তাই আগামী শনিবার আমার জন্য কলেজে উপস্থিত হওয়া অত্যন্ত প্রয়োজন।
আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামী শনিবার হাফ দিনের ছুটি প্রদান করবেন। তা,আমি আপনার নিকট আশা করছি স্যার।
শুভেচ্ছান্তে,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস।
মো: ইবাদুর রহমান অনিম।