২০ এপ্রিল,২০২৫
মাননীয় ম্যানেজার,
ডিজাইনএক্সপ্রেস।
বিষয়: পরীক্ষার কারণে অর্ধদিবস ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মো: ইবাদুর রহমান অনিম, একজন জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে ডিজাইনএক্সপ্রেস-এ কর্মরত আছি। বর্তমানে আমি কলেজের পরীক্ষার প্রস্তুতির মধ্যে রয়েছি এবং আগামী ২১ এপ্রিল, হতে ২৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আমার বিভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত সময়ে আমার যেসব তারিখে পরীক্ষা রয়েছে, সেসব নির্দিষ্ট দিনে আমি অফিস থেকে অর্ধদিবস (হাফ বেলা) ছুটি নিতে আগ্রহী, যাতে আমি যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে উক্ত পরীক্ষার দিনগুলোতে অর্ধদিবস ছুটি প্রদানের অনুমতি প্রদান করে বাধিত করবেন।
ধন্যবাদান্তে,
বিনীত,
মো: ইবাদুর রহমান অনিম
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস