তারিখ: ১৪ জুন, ২০২৫
বিষয়: এয়ার চেঞ্জ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত দিনে হাফ ডে ছুটির আবেদন।
মাননীয় স্যার,
আসসালামু আলাইকুম।
বিনীতভাবে জানাচ্ছি যে, আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী এবং সামনের সেকেন্ড ইয়ারে উত্তরণের জন্য কলেজে “এয়ার চেঞ্জ পরীক্ষা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরীক্ষাগুলো আমার শিক্ষাজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫, ১৬, ১৭, ১৯, ২২, ২৪, ৩০ জুন এবং ২ ও ১৪ জুলাই ২০২৫ তারিখে। তাই ঐসব দিনে আমাকে কলেজে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন।
তাই, উক্ত দিনগুলোতে অফিস থেকে হাফ ডে ছুটি প্রদানের জন্য আপনার নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি প্রতিদিনের দায়িত্ব যথাসম্ভব ঠিকভাবে পালনের চেষ্টা করবো এবং ছুটির সময় কাজের কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়েও সতর্ক থাকবো।
আশা করি আপনি আমার পরিস্থিতি বিবেচনা করে সহানুভূতির সঙ্গে ছুটি মঞ্জুর করবেন।
শুভেচ্ছান্তে,
মো: ইবাদুর রহমান অনিম
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
Design Express