Ebadur Rahman Onim (DXE046) – Requested For Study Leave

১৭ই আগস্ট ২০২৫
বিষয় : তিন দিনের ছুটির জন্য আবেদন।

জনাব,
আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন। আগামীকাল সোমবার (১৮ই আগস্ট ২০২৫) এবং মঙ্গলবার (১৯ই আগস্ট ২০২৫) আমার কলেজে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেখানে আমি দুইটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আমাকে কলেজে উপস্থিত থেকে বিষয়গুলোতে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে হবে। এজন্য আগামীকাল ও পরশুদিন আমাকে অর্ধেক দিনের ছুটি নিতে হবে। এছাড়া বৃহস্পতিবার (২১শে আগস্ট ২০২৫) আমাকে পূর্ণ দিবসের জন্য কলেজে উপস্থিত থাকতে হবে।

আপনার কাছে বিনীত অনুরোধ এই যে, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উল্লিখিত তারিখগুলোতে প্রয়োজনীয় ছুটি প্রদান করবেন। তা, আমি আপনার নিকট আশা করছি স্যার।

শুভেচ্ছান্তে,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস।
মো: ইবাদুর রহমান অনিম।