Emam Mehedi (DXE015) – Requested For Casual Leave

আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO & Founder
বিষয়: এক দিনের অতিরিক্ত ছুটির আবেদন।

জনাব,
সশ্রদ্ধ নিবেদন এই যে, আমার বিবাহ উপলক্ষে আমি পূর্বে ৪ (চার) দিনের ছুটি গ্রহণ করেছি। তবে কিছু ব্যক্তিগত প্রয়োজনীয়তা ও দায়িত্ব এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। এজন্য আগামীকাল ১৭ এপ্রিল ২০২৫ তারিখে অতিরিক্ত ১ (এক) দিনের ছুটি প্রয়োজন।

অতএব, আমি আপনার সদয় অনুমতির জন্য আবেদন জানাচ্ছি যেন উক্ত দিনে আমাকে ছুটি প্রদান করা হয়।

আপনার সহানুভূতিশীল বিবেচনার প্রত্যাশায়।
বিনীত নিবেদন!

ধন্যবাদান্তে,
MD EMAM MEHEDI
Senior Graphic Designer