আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO & Founder
বিষয়ঃ অর্ধদিবস ছুটির আবেদন
বিনীত নিবেদন এই যে, আজ অফিসে উপস্থিত হওয়ার পর প্রায় সকাল ১১টার দিকে আমি কয়েকজন সহকর্মীর সাথে (সুইমিং ) সাঁতার কাটার জন্য অফিসের বাইরে যাই। এ কারণে আজকের দিনের জন্য আমাকে অনুপস্থিত থাকতে হয়েছে।
অতএব, আজকের (২৭ এপ্রিল ) দিনের জন্য আমাকে অনুপস্থিত দেখিয়ে অর্ধদিবসের ছুটি মঞ্জুর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে চলার জন্য আমি সচেষ্ট থাকবো।
আপনার সদয় বিবেচনার জন্য আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
Emam Mehedi
Senior Graphic Designer