Emam Mehedi (DXE015) – Requested For Personal Leave

আসসালামু আলাইকুম,

সম্মানিত,
CEO & Founder

বিষয়ঃ ১ দিনের ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি Emam Mehedi, Senior Graphic Designer হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আগামী Saturday, May 24 তারিখে আমার একটি ব্যক্তিগত জরুরি কাজ থাকায় অফিসে উপস্থিত হতে পারবো না। তাই, উক্ত দিনের জন্য আমাকে এক দিনের ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমার ছুটির আবেদন মঞ্জুর করে বাধিত করবেন।

ধন্যবাদান্তে,
Emam Mehedi
Senior Graphic Designer