Emam Mehedi (DXE015) – Requested For Personal Leave

আসসালামু আলাইকুম,

সম্মানিত,
CEO & FOUNDER

বিষয়: আজকের দিনের অর্ধদিবসের ছুটির আবেদন

জনাব,
সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। আমি বিনীতভাবে জানাচ্ছি যে, ব্যক্তিগত এক জরুরি কারণে আজকের (১০ ই মার্চ ) দিনটি অর্ধদিবস ছুটি নেওয়ার প্রয়োজন হয়েছে। আমি সকালবেলা অফিসে উপস্থিত আছি এবং চেষ্টা করতেছি আমার সকল গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে।

আমি জানি যে হঠাৎ ছুটি নেওয়া অফিসের কার্যক্রমে কিছুটা অসুবিধার সৃষ্টি করতে পারে, তবে অনুগ্রহ করে আমার পরিস্থিতি বিবেচনা করে আমাকে আজকের দিনের বাকি সময়ের জন্য ছুটি মঞ্জুর করার অনুরোধ জানাচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীকাল থেকে আবার পূর্ণ উদ্যমে কাজ করব।

আপনার সদয় অনুমোদন কামনা করছি।

ধন্যবাদান্তে,
মোঃ ইমাম মেহেদী
সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার