Emam Mehedi (DXE015) – Requested For Personal Leave

আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO & Founder
বিষয়ঃ বিবাহ উপলক্ষে ছুটির আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি Emam Mehedi, Senior Graphic Designer হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি আগামী ১১ই এপ্রিল ২০২৫ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। এই বিশেষ উপলক্ষে আমাকে কিছু ব্যক্তিগত প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এই কারণে, আমি আগামী ১০ই এপ্রিল ২০২৫ থেকে ১৪ই এপ্রিল ২০২৫ পর্যন্ত মোট ৪ (চার) দিন ছুটি প্রার্থনা করছি।

সাথে আজ ০৯ই এপ্রিল ২০২৫ তারিখে কিছু জরুরি ব্যক্তিগত প্রস্তুতির কারণে আমাকে অফিস সময়ের ২ (দুই) ঘণ্টা আগে অফিস ত্যাগ করতে অনুরোধ করছি।

অতএব, উপরোক্ত ছুটি এবং আজকের অগ্রিম অফিস ত্যাগের অনুমতি প্রদান করলে আমি চিরকৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,
Emam Mehedi
Senior Graphic Designer
তারিখঃ ০৯ই এপ্রিল ২০২৫