আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO and Founder
বিষয়: লাঞ্চ পিরিয়ডের পর ছুটির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে,আগামীকাল থেকে আমি ভীষণভাবে জ্বর, মাথা ব্যথা ও সর্দি-কাশি অনুভব করছি। এমনিতে সেরে যাবে এই আশায় গত চার ঘণ্টার অফিসের কার্যকম অনেক কষ্টে করেছি। কিন্তু বর্তমানে অসুস্থতা বেড়ে যাওয়ায় কোনো মতেই অফিসের কার্যকম চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহ পূর্বক আমাকে লাঞ্চ পিরিয়ডের পর ছুটি মঞ্জুর করে চিরকৃতজ্ঞ দানে আবদ্ধ রাখিবেন।
ধন্যবাদান্তে,
মোঃ ইমাম মেহেদী