তারিখ:০৩-০৩-২০২৫
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
[ডিজাইন এক্সপ্রেস ]
[উপশহর বগুড়া সদর , বগুড়া ]
বিষয়: আমার আব্বু কালকে ওমরা করে মক্কা থেকে আসবে এজন্য আমার ছুটি প্রয়োজন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আছি। আজকে আমার আব্বু ওমরা করে মক্কা থেকে আসবে। এজন্য আমার ০৩-০৩-২০২৫ একদিনের ছুটি প্রয়োজন
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ছুটির আবেদন মঞ্জুর করার আবেদন পেশ করছি।
বিনীত নিবেদক
(ফারহানা সুলতানা মীম )
( জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
(ডিজাইন এক্সপ্রেস)
(উপশহর বগুড়া সদর , বগুড়া)