তারিখ:২৩-০১-২০২৫
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
[ডিজাইন এক্সপ্রেস ]
[উপশহর বগুড়া সদর , বগুড়া ]
বিষয়: প্রাকটিক্যাল পরীক্ষার জন্য জন্য ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠানের জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আছি। আগামী (২৩-০১-২০২৫) ইং প্রাকটিক্যাল পরীক্ষার অুনষ্ঠিত হবে। সুতরাং এ উপলক্ষ্যে(২৩-০১-২০২৫) তারিখ ছুটির একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে দুই ঘন্টার ছুটির আবেদন মঞ্জুর করার আবেদন পেশ করছি।
বিনীত নিবেদক
(ফারহানা সুলতানা মীম )
( জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার)
(ডিজাইন এক্সপ্রেস)
(উপশহর বগুড়া সদর , বগুড়া)