Fazle Rabby (DXE028) – Requested For Study Leave

তারিখ: ০৩/০২/২০২৫ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: কলেজে ইনকোর্স জন্য ছুটির আবেদন।

শ্রদ্ধেয় স্যার ,
কলেজে ইনকোর্স দিতে যাবার জন্য ৪,৫,৬,৯,১০,১১,১২,১৩ ফেব্রুয়ারি হাফবেলা করে ছুটির প্রয়োজন ।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত দিনগুলোতে হাফ বেলা করে ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক,
মো.ফজলে রাব্বি
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস ।