আসসালামুয়ালাইকুম স্যার, আমি গতকাল অসুস্থ থাকা সত্ত্বেও অফিস করছি,আয়নাল ভাই বিষয়টি জানেন এবং আজ সুস্থ হয়ে যাওয়ার আশায় আমি ছুটির আবেদন করিনাই, কিন্তু আজ সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যাথা খুবই খারাপ আমি বিছানা থেকে উঠতেই পারতেছিনা, সেজন্য আমি বিনীত ভাবে অনুরোধ করতেছি আমার আজ ১৮জুলাই পূর্ণদিবস ছুটি মনজুর করবেন, ধন্যবাদ
আবেদন প্রার্থী,
জনি ইসলাম
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
DXE038