বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক,
DesignXpress।
বিষয়: ডিগ্রি ফাইনাল ইয়ারের ফরম ফিলাপের জন্য ছুটির আবেদন।
জনাব,
আমি মোঃ জনি ইসলাম, DesignXpress-এ জুনিয়র গ্রাফিক ডিজাইনার পদে কর্মরত আছি। আমার ডিগ্রি ফাইনাল ইয়ারের ফরম ফিলাপ করার জন্য আগামীকাল, ১১ আগস্ট, ২০২৫ তারিখে একদিন ছুটির প্রয়োজন।
অতএব, অনুগ্রহ করে আমার ছুটির আবেদন গ্রহণ করে অনুমোদন প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
মোঃ জনি ইসলাম
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress