বিষয় :ছুটির জন্য আবেদন।
স্যার,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন কর্মচারি। আজকে ২১ ই- জুলাই হাফ বেলা আমার পার্সোনাল কারণে ছুটি প্রয়োজন । আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আজকে হাফ বেলা ছুটি প্রদান করবেন। তা,আমি আপনার নিকট আশা করছি স্যার।
শুভেচ্ছান্তে,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মোঃ করিমুল ইসলাম(মারুফ)