বিষয় :ছুটির জন্য আবেদন।
স্যার,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন কর্মচারি।আগামী ১০ ই ডিসেম্বর আমার একটি পরীক্ষা অনষ্ঠিত হবে। ৯ ই ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১০ ই ডিসেম্বর দিছে। আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামী কয়েকদিন এর ছুটি প্রদান করবেন। তা,আমি আপনার নিকট আশা করছি স্যার।
শুভেচ্ছান্তে,
ইন্টার্ন গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মোঃ করিমুল ইসলাম(মারুফ)