Karimul Islam Maruf (DXE052) – Requested For Study Leave

বিষয় :ছুটির জন্য আবেদন।
স্যার,

আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন কর্মচারি।আগামী ২৫ ই-ফেব্রুয়ারী আমার অনার্স প্রথম বছর এর রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন এর জন্য কলেজ এ যেতে হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করা আমার প্রয়োজন। । আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামীকাল ছুটি প্রদান করবেন। তা,আমি আপনার নিকট আশা করছি স্যার।

শুভেচ্ছান্তে,

জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মোঃ করিমুল ইসলাম(মারুফ)